নিক ভুজিসিক(NICK VUJICIC) একটি কঠিন সফলতার গল্প……


নিক ভুইয়টসিক বা সংক্ষেপে Nick Vujicic. 

তাকে যারা চিনেন তাদের কাছে একটি অনুপ্রেরণা মূলক নাম এটি।

জন্ম

১৯৮২ সালের ৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণ করেন তিনি। WNTS জীনের ত্রুটির কারনে সৃষ্ট Tetra Amelia syndrome তে আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করেন তিনি। এ জীনের ত্রুটির কারনে মাতৃগর্ভে থাকা ভ্রুন সঠিকভাবে বিকশিত হয়না যে কারনে নিক ভুজিসিকেরও চার হাত পা ছিলোনা।

হাত- পা ছাড়া জন্মগ্রহণের কারনে স্বাভাবিকভাবেই তাকে কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে জীবনের সূচনা করতে হয়।

কিন্তু দমে যাননি তিনি। নিজের প্রতিবন্ধীত্বকে জয় করে মাত্র ১৭বছর বয়সেই তিনি একটি অলাভজনক প্রতিষ্ঠান শুরু করেন যার নাম Life without limbs.
এজন্য তাঁকে সংগ্রামও করতে হয়েছে প্রচুর। 

জন্মের পরই তার মা তাকে কোলে নিতে অস্বীকার করে। ১০ বছর বয়সে সে নিজেই নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার চেষ্টা করে। 

অবশেষে ভাগ্যকে মেনে নিয়ে সে ১৭ বছর বয়সে যখন প্রথম তার অনুপ্রেরণা মূলক বক্তৃতা দিতে মঞ্চে উঠে তখন প্রায় সবাই তাদের আসন ছেড়ে চলে যায় এবং বেশ অনেক বারই তার সাথে এমন হয়। 
কিন্তু তাতেও থেমে যাননি তিনি। 

অবশেষে দেখা দিল তার সাফল্য। একে একে ৫৩ বার তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে গিয়ে ব্যর্থ/ প্রত্যাখ্যাত হওয়ার পর ধীরে ধীরে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। ক্রমে তার জনপ্রিয়তা এতো বেশি বৃদ্ধি পায় যে তিনি ১ ঘন্টায় ১৮০০ লোককে বুকে জড়িয়ে ধরার বিশ্ব রেকর্ড করে গিনেজবুকে নিজের নাম লেখাতে সক্ষম হন।

৪ হাত- পা না থাকলেও তার কোমরের বামপাশে ২ আঙুল বিশিষ্ট ১টি ছোট্ট পা ছিলো, যার মাধ্যমে তিনি তার শারীরিক ভারসাম্য ঠিক রেখে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতেন।

পড়াশোনা

একজন স্বাভাবিক মানুষের মতোই তিনি স্কুল কলেজ শেষ করেন। গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২১ বছর বয়সে ফিনানশিয়াল প্ল্যানিং ও একাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং তার অনুপ্রেরণা মূলক বক্তৃতা প্রতিষ্ঠান Life without limbs কে এগিয়ে  নিয়ে যেতে কাজ শুরু করেন। নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি attitude and Attitude নামক একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন।

ইতিমধ্যেই তার লেখা বই Life without limits : Inspiration for a ridiculously. God life প্রকাশিত হয় যা পরবর্তীতে বিশ্বের ৩০ টি ভাষায় অনুদিত হয় এবং বেস্টসেলারের মর্যাদা লাভ করে।

এছাড়াও তার লেখা আরো ৫টি বই বের হয় যেগুলো মূলত মানুষকে অনুপ্রেরণা দানে উৎসাহিত করেই লেখা।

পারিবারিক জীবন :

২০১২ সালে তিনি কানাই মিয়াহারা নামক এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাদের ২টি ছেলে সন্তান রয়েছে যাদের জন্ম ২০১৩ ও ২০১৫ সালে।

সংসার জীবনেও তিনি সফল একজন মানুষ। তার স্ত্রীকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন "ভালোবাসি বলেই তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।"

"আপনার সন্তানও যদি আপনার স্বামীর মত হয়?" এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন "তবে আমি তাকে আরেকজন নিক হিসেবে তৈরী করবো।"

বর্তমানে নিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত আছেন।

কর্মময় জীবনে তার নিজের প্রতিষ্ঠান লাইফ উইদাউট লিম্বস ছাড়াও তিনি Attitude and Attitude নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

বই লেখার পাশাপাশি তিনি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তার অনুপ্রেরণা মূলক বক্তৃতা গুলো মানুষদেরকে শুনিয়ে বেড়ান। এ পর্যন্ত তিনি ৫ টি উপমহাদেশের ৬০টির ও বেশি দেশ ঘুরেছেন।

তার অনুপ্রেরণা মূলক বক্তব্য গুলোর  অংশবিশেষ:-

" আমি উঠে দাড়াবার জন্য চেষ্টা করবো শতবার।যদি শতবার ব্যর্থ হই, তবু আমি পরাজয় মেনে নিয়ে বসে থাকবোনা। আবার উঠে দাড়াবো এবং বলতে থাকবো 'এটাই আমার শেষ নয়'।"

আমাদের প্রত্যেককেই সৃষ্টিকর্তা পাঠিয়েছেন কোন বিশেষ উদ্যেশ্যে। আমার সাথে যা কিন্তু হয়েছে এবং আমি যেভাবে জন্মেছি, তার পেছনেও রয়েছে এক মহান পরিকল্পনা। তাই কোনভাবেই আশা হারাবেন না।

এভাবেই নিক ভুজিসিক প্রতিদিন নিজের সীমাবদ্ধতাগুলোকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিজের কাজ ও অনুপ্রেরণা মূলক বক্তব্য দিয়ে বিশ্বের আরও কোটি কোটি লোককে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য পথ টচনা করতে মসনসিক শক্তি অর্জনে সহায়তা করেন।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.